অভিজিত রায় ॥
হাজীগঞ্জ মডেল কলেজকে সরকারিকরণ করায় জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলকে ফুলেল শুভেচ্ছা কলেজ অধ্যক্ষসহ শিক্ষকগণ। মঙ্গলবার দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে হাজীগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারীর নেতৃত্বে এ ফুলেল শুভেচ্ছা জানায়। এসময় জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল কলেজের উদ্দেশ্যে বলেন, হাজীগঞ্জ মডেল কলেজের সুনামের ধারা অব্যাহত রাখতে হবে। আগামীতে যেন এ কলেজে কুমিল্লা শিক্ষা বোর্ডে সেরাদের তালিকায় শীর্ষে থাকতে পারে সেদিকে সকল শিক্ষকদের দৃষ্টি রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ মডেল কলেজের সহযোগী অধ্যাপক মো. শাহজামাল তালুকদার, পরিমল চন্দ্র সাহা, মো. হারুন অর রশীদ, মো. ফারুক আহমেমদ, খন্দকার আফজাল হোসেন, মো. বেনজির আহম্মদ, মো. মিজানুর রহমান সহ অন্যান্যরা।