সাখাওয়াত হোসেন মিথুন(হাজীগঞ্জ)চাঁদপুর
হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুহিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ক্লাস করছে ঝুকিপূর্ণ ভবনে। এতে করে যে কোন সময় ছাত্র-ছাত্রীরা বড় ধরনের দূর্ঘটনার কবলে পড়তে পারে। জানা যায়, সুহিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৫’শ ছাত্র-ছাত্রী অধ্যায়নরত। বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত ভবন ও নতুন একটি ৩ রুম বিশিষ্ট ভবনে পাঠ দান করছে। ছাত্র-ছাত্রী বেশি হওয়ায় ঝুঁকিপুর্ণ ভবনে ক্লাস করতে হয়ে ছাত্র-ছাত্রীদেরকে। ঝুঁকিপূর্ণ ভবনটি ১৯৯৪ সনে স্থানীয় ঠিকাদার জাকির মিজি ভবনটি নির্মাণ করলেও স্থানীয়রা জানান, সেই সময়ে ভবন তৈরীতে ব্যাপক অনিয়ম হওয়ার কারনেই মাত্র কয়েক বছরের মধ্যে বিদ্যালয়ের ভবনটি গত ১৮ জুলাই উপজেলা শিক্ষা অফিসার আশীষ চিরান ভবনটি পরিত্যাক্ত ঘোষণা কর চিঠি দেয়। এ দিকে বিদ্যালয়ে নতুন ভবন ও সংস্কারের কাজের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন চৌধুরী স্থানীয় সংসদ সদস্য চাঁদপুর-৫ সভাপতি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় সর্ম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তমের কাছে একটি আবেদন প্রেরণ করেন। এর পর পরই স্থানীয় সংসদ সদস্যের সুপাশিক্রমে হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আশ্রাফ জামিল বিদ্যালয়ের একটি নতুন ভবন নির্মানের অনুমোদন চেয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বরাবর আবেদন প্রেরণ করে। কিন্তু অদ্যাবধি পর্যন্ত বিদ্যালয়ের নতুন ভবনের অনুমোদন না হওয়ায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পরিত্যাক্ত ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জানায়, ক্লাস চলা অবস্থায় প্রায়ই ভবনের ছাদের কনা ছুটে পড়ে। এতে করে ছাত্র-ছাত্রীরা আতঙ্কে পড়ালেখা করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন চৌধুরী জানায়, কয়েক বছর ধরে সমাপনী পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের শতভাগ উত্তীর্ণের সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে সুহিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কিন্তু ভবন ও ক্লাস রুম সংকটের কারণে ঝুকিপূর্ন পরিত্যাক্ত ভবনে ক্লাস নিতে হচ্ছে। পরিত্যাক্ত এই ভবনটি ভেঙ্গে নতুন ভবন নির্মানে উর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার সচেতন মহল।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।