স্টাফ রিপোর্টার ॥ মা ইলিশ রক্ষায় জেলেদের নদীতে না যাওয়ার অনুরোধ জানিয়ে ১৩ নং হানারচর ইউনিয়নে তিনটি পথসভা করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেম। তিনি গতকাল শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত হরিনা চৌরাস্তায়,ইউনুছ হাওলাদারের দোকান ও নন্দীর দোকান এলাকায় পথসভা করেন। এসময় সদর উপজেলা ভুমি কর্মকর্তা অভিষেক দাশ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান হাজী আব্দুস ছাত্তার রাঢ়ীর সভাপ্রধানে পভ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা বলেন, আমরা দিনরাত পরিশ্রম করছি চাঁদপুরবাসীর জন্য ।কারন ইলিশের বাড়ি হচ্ছে আপনাদের এই চাঁদপুর। আমরা প্রশাসনের লোক এসে আপনাদের মাছ ধরে নিয়ে যাবো না। সরকারের নির্দেশ পালন করুন।আইন না মানলে প্রশাসন কঠোর ব্যবস্থা নিবে।অন্যদের মধ্যে পথসভায় উপস্থিত ছিলেন ইউপি সচিব প্রবাহ ঘোষ,ইউনিয়ন মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, ইউপি সদস্য হারুন খান,আবুল খায়ের,হালিম বেপারী,রাশেদা বেগম। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন কাদির রাঢ়ী,সোবহান মোল্লা,ফজল শেখ,কাশিম বেপারী,মতিউর রহমান চকিদার,খালেক আখন্দ,হালিম ঢার,িহান্নান তালুকদার প্রমুখ।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।