হামলা ও ভাংচুরের প্রতিবাদে চাঁদপুর শহরে সব স্বর্ণের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার সকাল থেকে দোকানগুলো বন্ধ রেখে শহরের চিত্রলেখা এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে মানববন্ধন করেন তারা।
পাশাপাশি পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন এই স্বর্ণ ব্যবসায়ীরা।
চাঁদপুর জুয়েলার্স সমিতির আহ্বায়ক মানিক পোদ্দার বলেন, সোমবার রাতে একদল উশৃঙ্খল সশস্ত্র যুবক শহরে মহড়া দেয়। ওই সময় তারা চিত্রলেখা এলাকায় কয়েকটি স্বর্ণের দোকানে হামলা ও ভাংচুর চালায়।
চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সন্দেহজনক বেশ কয়েকজন যুবককে আটক করেছে।
থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
হঠাৎ করে এই ধরনের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে উল্লেখ করেন স্বর্ণ ব্যাবসায়ী মানিক।