ইংরেজি নতুন বছরের পহেলা দিনে উদ্ভোধন হলো ঘাসফড়িং সামাজিক সংগঠনের নতুন কার্যক্রম ঘাসফড়িং ফুড ব্যাংক। সমাজের অসহায়, অনাহারী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বছরের শুরুতেই সংগঠনটি আয়োজন করে এই কার্যক্রমের। সংগঠনের নাম সংবলিত প্যাকেটে মানসম্মত খাবার বিতরন করা হয় চাঁদপুর অঙ্গীকারে। সেচ্ছাসেবী সংগঠন ঘাসফড়িং সামাজিক সংগঠন প্রতি মাসেই একটি বা দুইটি উল্লেখযোগ্য দিনে, বিশেষ কোন দিবসে শহর ও উপজেলার বিভিন্ন জনবহুল স্থানে এই খাবার বিতরনের অনুষ্ঠান চলমান থাকবে বছরের পুরোটা জুড়ে। ঘাসফড়িং ফুড ব্যাংক কার্যক্রমের উদ্ভোধন করেন চাঁদপুরের সুযোগ্য মেয়র, সকলের প্রিয় জনাব জিল্লুর রহমান জুয়েল। তিনি ফিতা কেটে এই মহতি উদ্যোগের শুভ সূচনা করেন। এই সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল ও দপ্তর সম্পাদক রণজিৎ সাহা মুন্না, সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য লিটন সাহা, নেপাল সাহা, লিটন সাহা, বেবিন্টন দাস কিরন, শুভ দাস, মনোজ হালদার ও শুভাকাঙ্ক্ষী তাপস সাহা, আরো উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যরা, প্রতিষ্ঠাতা সদস্যরা ও সাধারন সদস্যরা
ঘাসফড়িং সামাজিক সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব রতন কুমার মজুমদার ও জনাব তমাল কুমার ঘোষ ব্যস্ততার জন্য কারনে উপস্থিত থাকতে পারেননি। তবে এই মহা কর্মানুষ্ঠান আয়োজনে সুনির্দিষ্ট মতামত, পরামর্শ ও নির্দেশনা দিয়ে গেছেন প্রতিনিয়িত। মাননীয় মেয়র বলেন- ঘাসফড়িং এর কার্যক্রম সম্পর্কে তিনি অবগত আছেন। বছরের প্রথমদিনে এই সুন্দর সময়ে “ঘাসফড়িং ফুড ব্যাংক” এই ধরনের কার্যক্রম সমাজে একটি নতুন মানবিক প্রেরণা সঞ্চার করবে। তিনি আরও বলেন যারা অসহায় মানুষের মুখে এভাবে অন্ন তুলে দেয়, তাদের পাশে তিনি সবসময় থাকবেন। তিনি ঘাসফড়িং এর পাশে আছেন এবং থাকবেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।