শওকতআলী,
হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩ জন বিদ্রোহী প্রার্থী দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৯ এবং বিএনপির ৪ জন। তবে মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রত্যাহারের সময় এ সংখ্যা কমবে বলে ধারণা করা হচ্ছে।
আ’লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন- ১নং রাজারগাঁও ইউনিয়নে মো. রফিক পাটোয়ারী, ৪নং কালোচোঁ উত্তর ইউনিয়নে মো. জিয়াউর রহমান ও সাখাওয়াত হোসেন মজুমদার, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে মো. মাকসুদ হাসান সোহেল, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নে জলিলুর রহমান মির্জা, ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে মো. শাহআলম, ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে মো. দুলাল হোসেন, ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নে মো. জসিম উদ্দিন ও মো. শাখাওয়াত হোসেন রানা।
বিএনপির বিদ্রোহী প্রার্থীরা হলেন- ২নং বাকিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবু নাফেহ মিয়াজী (নাফের শাহ), ৪নং কালোচোঁ উত্তর ইউনিয়নে মো. গোলাম মোস্তফা স্বপন, ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে মো. তোফাজ্জল হোসেন এবং ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. ইমাম হোসেন লিটন।
মঙ্গলবার (২৯ মার্চ) চেয়ারম্যান ও সংরক্ষিত নারী মেম্বার এবং বুধবার (৩০ মার্চ) সাধারণ মেম্বারদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ এপ্রিল। আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হচ্ছেন- ১নং রাজারগাঁও ইউনিয়নে মো. আঃ হাদী, ২নং বাকিলা ইউনিয়নে মাহফুজুর রহমান পাটওয়ারী, ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নে মো. মানিক হোসেন প্রধানীয়া, ৪নং কালোচোঁ উত্তর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আবু নছর পাটওয়ারী মিন্টু, ৫নং সদর ইউনিয়নে সফিকুল ইসলাম, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে মো. কবির হোসেন মিয়াজী, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নে মনির হোসেন গাজী, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. সোহরাব হোসেন মিয়াজী, ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে মো. রফিকুল ইসলাম, ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে মো. গিয়াস উদ্দিন এবং ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নে মো. জাকির হোসেন লিটু।
বিএনপির প্রার্থীরা হচ্ছেন- ১নং রাজারগাঁও ইউনিয়নে মো. নজরুল ইসলাম, ২নং বাকিলা ইউনিয়নে মো. মিজানুর রহমান, ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নে মো. জামাল হোসেন, ৪নং কালোচোঁ উত্তর ইউনিয়নে মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, ৫নং সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মামুনুর রহমান মজুমদার, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে মো. নুর মোহাম্মদ বতু, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ মো. মহিউদ্দিন মুন্সী, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নে মো. মনির হোসেন পাটওয়ারী, ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আলী আকবর শেখ, ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসাইন এবং ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নে মোহাম্মদ মাসুদ আলম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ৬ জন। তারা হলেন- ১নং রাজারগাঁও ইউনিয়নে মো. গিয়াস উদ্দিন মিয়া, ২নং বাকিলা ইউনিয়নে মো. জামাল উদ্দিন, ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে শাহাদাত হোসেন, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে মো. আবদুল আলী পাটওয়ারী, ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে মো. ইসমাইল হোসেন ও ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নে মো. নজরুল ইসলাম।
এছাড়া ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী শেখ ফরহাদ হোসেন দুলাল, ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে জাসদ মনোনিত প্রার্থী মোল্লা মো. শাহজাহান সিরাজ। বাদবাকিরা স্বতন্ত্র প্রার্থী।
উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫শ’ ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪৬, সংরক্ষিত নারী মেম্বার পদে ৭৯ এবং সাধারণ মেম্বার পদে ৩শ’ ৮৪ জন প্রার্থী।