আগামী ১২ আগস্ট সোমবার পবিত্র ঈদুল আযহা উদ্যাপিত হবে। বাংলাদেশের আকাশে গতকাল শুক্রবার সন্ধ্যায় ১৪৪০ হিজরি সনের জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ ৩ আগস্ট শনিবার থেকে পবিত্র জিলহজ্ব মাস গণনা শুরু হবে। সে হিসেবে ১০ জিলহজ্ব ১২ আগস্ট বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা উদ্যাপিত হবে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জিলহজ্ব মাসের চাঁদ দেখা যায় বৃহস্পতিবার সন্ধ্যায়। সে হিসেবে সে সেব দেশে ঈদুল আযহা উদ্যাপিত হবে ১১ আগস্ট রোববার আর ১০ আগস্ট শনিবার অনুষ্ঠিত হবে পবিত্র হজ্ব।