চাঁদপুর নিউজ রিপোর্ট
আগামী ১৩ ডিসেম্বর মঙ্গলবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদ্যাপিত হবে। গতকাল বুধবার বাংলাদেশের আকাশে কোথাও মাহে রবিউল আউয়ালের চাঁদ দেখা না যাওয়ায় আজ বৃহস্পতিবার সফর মাস ৩০ দিন পূর্ণ হয়ে আগামীকাল ২ ডিসেম্বর শুক্রবার থেকে রবিউল আউয়ালের মাস গণনা শুরু হবে।
এ হিসেবে এবার ১২ রবিউল আউয়াল পড়েছে ১৩ ডিসেম্বর মঙ্গলবার। আর এ দিনটি হচ্ছে প্রিয় নবী (দঃ)-এর শুভাগমন দিবস, যাকে বলা হয় ঈদে মিলাদুন্নবী (দঃ)। রবিউল আউয়ালের চাঁদ দেখা সংক্রান্ত তথ্য গতকাল বুধবার রাতে ইসলামিক ফাউন্ডেশন ঢাকা অফিস থেকে জানা গেছে।