১৪টি বড় সাইজের পেঁয়াজ ওজনে ১ কেজি। এই ১ কেজি পেঁয়াজের বর্তমান বাজার মূল্য ১শ’ ২০ টাকা। এক কথায় ১৪টি পেঁয়াজের দাম ১২০ টাকা। গড়ে একটি পেঁয়াজের দাম সাড়ে ৮ টাকা। গত কদিন ধরে হাজীগঞ্জ শহর ও গ্রামের হাট-বাজারগুলোতে পেঁয়াজের খুচরা বাজার মূল্য এমনই চলে আসছে।
সোমবার উপজেলার বাকিলা বাজারের হাট বসে। এই বাজারের বাইরে ও মুদি দোকান মিলিয়ে প্রায় ৩০/৩৫টি পেঁয়াজের খুচরা দোকান রয়েছে। স্থানীয় এক গণমাধ্যম কর্মী এদিন বিকেলে বাজারের ফকিরবাজার সড়কের একটি মুদি দোকান থেকে ১ কেজি পেঁয়াজ কিনে নেন ১শ’ ২০ টাকা দরে। বাড়ি গিয়ে এই গণমাধ্যমকর্মী পেঁয়াজের সংখ্যা গণনা করে দেখেন সেখানে সর্বমোট ১৪টি পেঁয়াজ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই পেঁয়াজ বিক্রেতা জানান, গত রোববার চাঁদপুরের মোকামে পেঁয়াজের পাইকারি কেজি ছিলো ১শ’ ৭ টাকা থেকে শুরু করে ১শ’ ১১ টাকা পর্যন্ত। একই দিন হাজীগঞ্জের মোকামে পেঁয়াজের পাইকারী কেজি ছিলো ১শ’ ১০ টাকা কেজি। এই দামে কিনে আনা হলেও পেঁয়াজের ঘাটতি আর ভাড়া মিলিয়ে কতো টাকা কেজি পড়ে আপনারাই বলুন।