প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে শবে কদরের পরদিন ৪ জুলাই সরকারি কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ১ থেকে ৯ জুলাই টানা সরকারি ছুটি পাবেন তারা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ বা ৭ জুলাই বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
৬ জুলাই ঈদ ধরে আগামী ৫, ৬ ও ৭ জুলাই এই ঈদের ছুটি নির্ধারিত আছে। আর ৩ জুলাই শব-ই কদরের ছুটি। ঈদের আগে শুধু শব-ই কদরের ছুটির পরের দিন ৪ জুলাই অফিস খোলা ছিল। রোজার ঈদের আগে সরকারি চাকুরিজীবিদের শেষ অফিস ৩০ জুন। ১ ও ২ জুলাই যথাক্রমে শুক্র ও শনিবার। আর ৩ জুলাই ৭ জুলাই ঈদের ছুটি। এর পরের দুই দিন শুক্র-শনিবারের বন্ধ। অর্থাৎ, ঈদের পর আগামী ১০ জুলাই প্রথম অফিস করবেন বাংলাদেশের ১৩ লাখ সরকারি চাকুরিজীবি।