শাহারিয়ার খান কৌশিক ॥
চাঁদপুরে ডিবি পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে ১ হাজার ৭০পিছ ইয়াবা, ৩০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাজা সহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃস্পতিবার আটককৃতদের মাদক মামলায় আদালতে প্রেরন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে।
জানা যায়, মাদক নিয়ন্ত্রনেপুলিশ সুপার শামছুন্নাহারের নির্দেশে ডিবি পুলিশ চাঁদপুর জেলায় এ যাবতকালে মাদকসহ অনেক আসামীকে আটক করতে সক্ষম হয়েছে। তারই অংশ হিসেবে গত বুধবার ডিবি পুলিশ শাহারাস্তি এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে মাদকসহ ৫ জনকে আটক করে। এদের মধ্যে কচুয়া আশ্রাফপুর মোল্লা বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৫০ পিছ ইয়াবা, ৩০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাজা সহ আবিদ আলীর ছেলে ফারহান (২০), নুরুজ্জামানের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ও তার মেয়ে সুরাইয়া বেগম (২০) কে আটক করে। সন্ধ্যায় শাহারাস্তির কালিয়া পাড়ায় অভিযান চালিয়ে ২০ পিছ ইয়াবা সহ মানিক দাসের ছেলে দিপঙ্কর দাস (৩০) মৃত তৈয়ব আলীর ছেলে রেদোয়ান (৩৫) কে আটক করে।
ডিবি পুলিশ জানায়, মাদক নিমূল করতে এ মাদক বিরুধী অভিযান অব্যহত থাকবে। শাহারাস্তি এলাকা থেকে চাঁদপুরের মাদক ব্যবসায়ীরা পাইকারী দরে ইয়াবা এনে বিক্রি করে যুবসমাজ ধ্বংস করে দিচ্ছে। এর পূর্বে শাহারাস্তি থেকে বিপুল মাদক সহ বেশ কিছু মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।