ঢাকা: আগামী বছর অর্থাৎ ২০১৪ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। এতে সর্বমোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে ১৪ দিন সাধারণ এবং নির্বাহী আদেশে ৮ দিন ছুটি।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এক প্রেসব্রিফিংয়ে এ কথা জানান।
মোশাররাফ জানান, সাউথ-সাউথ পুরস্কারের জন্য মন্ত্রিসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া ‘ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন ২০১৩ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
তিনি জানান, ভোজ্যতেলের ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোন দিয়েছে মন্ত্রিসভা। অনুমোদন দেয়া হয়েছে, ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইনের নীতিগত এবং দ্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ অর্ডার (এ্যামেনমেন্ড) অ্যাক্টের অনুমোদন দেয়া হয়েছে। এই আইনে টিসিবিকে সীমিত আকারে পণ্য রপ্তানির সুযোগ রাখা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মন্ত্রিসভায় জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা ২০১৩ এর খসড়ার অনুমোদন দেয়া হয়েছে, এতে ট্রফি দেয়ার ক্ষেত্রে সেবাখাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
তিনি বলেন, ‘ইমারত নির্মাণের নকশা অনুমোদনের ক্ষমতা সংক্রান্ত দ্বৈততা ও ক্ষেত্র বিশেষ কর্তৃপক্ষ নির্ধারণজনিত সমস্যা নিরসনের লক্ষ্যে বিদ্যমান আইনের সংশোধন এবং অন্তর্বতীকালীন ইমারত কমিটি অনুমোদন করা হয়েছে। এতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা পরিষদ ও পৌরসভা কর্তৃপক্ষ কী ধরনের ভবনের অনুমোদ দিতে পারবে তা পূর্ত মন্ত্রণালায় প্রস্তাব দেবে। তবে স্থানীয় সরকার কোনো হাইরাইজ ভবনের অনুমোদন দিতে পারবে না।’