স্টাফ রিপোর্টার: ॥
২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র বিষয় সংসদীয় স্থায়ী কমিটির বর্তমান সভাপতি ডাঃ দীপু মনি এমপি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল বলেন, আমরা এ জেলার নদী এলাকাকে চারটি জোনে ভাগ করে কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। অগামী মাসের ৬ তারিখে ৭দিনব্যাপী পর্যটন মেলা করা হবে। জেলার ৭টি স্পটে মেলার কার্যক্রম পরিচালিত হবে। মেলাকে বর্ণাঢ্য করতে জেলা প্রশাসন সকলের সহযোগিতায় কাজ করে যাচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ লুৎফর রহমানের পরিচালনা উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশ্রাফুজ্জামান, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোঃ সফিকুজ্জামন, হাইমচরের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মনোহর আলী, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক সিরাজুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, জলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।