প্রতিনিধি
চাঁদপুর বিআরটিএ ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ২১টি যানবাহন আটক, ৭৬টি মামলা ও জরিমানা আদায় করা হয়। সোমবার ও গতকাল মঙ্গলবার অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে পৃথকভাবে এ অভিযান পরিচালিত হয়। সোমবার সকালে পুলিশ লাইনের সামনে বিআরটিএ কর্মকর্তারা ফিটনেসবিহীন গাড়ির উপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাড়ির কাগজপত্র পরীক্ষা করেন। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় মহন্ত। এ সময় সিএনজি স্কুটার, যাত্রীবাহী গাড়িসহ বেশ ক’টি গাড়ির বিরুদ্ধে ২৫টি মামলাসহ ৮ হজার ৪শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
চাঁদপুর বিআরটিএ-র মোটরযান পরিদর্শক মাহবুব কামাল চাঁদপুর কণ্ঠকে জানান, মোটর যান অধ্যাদেশ (১৯৮৩) আইনে ফিটনেসবিহীন যানবাহনের উপর অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
অপরদিকে চাঁদপুর ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানও গত ২ দিন ধরে হচ্ছে। গতকাল মঙ্গলবার পুলিশ লাইনের সামনে অভিযান পরিচালিত হয়। দেশব্যাপী অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে চাঁদপুর সদর ও হাজীগঞ্জে অভিযান চালায় ট্রাফিক পুলিশ। সোমবার অভিযান চালিয়ে ১১টি সিএনজি স্কুটার, ৩টি মোটর সাইকেলসহ ২৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করে ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ। এছাড়া গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ৫টি সিএনজি স্কুটার ও ২টি মোটর সাইকেল আটক করা হয়।
গতকাল সন্ধ্যায় শহর ও যানবাহন পরিদর্শক (টি.আই) আব্দুর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশেই এ অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে। সারা জেলায় অভিযান পরিচালনা করা হবে।