সারা দেশে শীতের তীব্রতা সঙ্গে বাড়ছে কুয়াশা। আজ বৃহস্পতিবার দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা পড়তে দেখা গিয়েছে। এ কুয়াশা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। দেশে ২১ অঞ্চলে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও রাজশাহীতে আজ ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টার হিসাবে দেশের প্রায় ২১ জেলায় তাপমাত্রা নেমে গিয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এ তাপমাত্রা আরো কমতে পারে। ১৫ ডিগ্রির নিচে নেমে যাওয়া বাকি এলাকাগুলোর মধ্যে ফরিদপুরে ১৩ দশমিক ৪, মাদারীপুরে ১৩ দশমিক ৮, গোপালগঞ্জে ১২ দশমিক ৯, ঈশ্বরদীতে ১২, বগুড়ায় ১৪ দশমিক ৬ ডিগ্রি, বদলগাছিতে ১২ দশমিক ২, তাড়াশে ১৩, সৈয়দপুরে ১৩ দশমিক ২, তেতুঁলিয়া ১২ দশমিক ২, রাজারহাটে ১৪, শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৫, সীতাকুণ্ডে ১৪ দশমিক ২, কুমিল্লা ১৪, ফেনী ১৪ দশমিক ২, সাতক্ষীরায় ১৪ দশমিক ৫, যশোরে ১২ দশমিক ৪, কুমারখালিতে ১৩ দশমিক ৭, বরিশাল ১৩ দশমিক ৪ ও ভোলায় ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কুয়াশার বিষয়ে বলা হয়, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারাদেশে রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এটি আরও ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে।