অভিজিত রায় ॥
চাঁদপুর স্টেডিয়ামে আগামী ২৭ জানুয়ারি শনিবার দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে পুরো জেলায় ছেয়ে গেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বড় বড় বিলবোর্ড, ব্যানার ও রঙ্গিন পোষ্টারে। সম্মেলন দিন ঘোষণার পর থেকেই প্রতিদিন সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় ভীর জমায় সকল পর্যায়ের নেতাকর্মী। সম্মেলন সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদে দলীয় কার্যালয়ে সরব উপস্থিতিতে নেতাকর্মীদের মিলন মেলায় পরিনত হয়।
সম্মেলনের দিন প্রথম অধিবেশনে স্টেডিয়াম মাঠে কেন্দ্রীয় নেতাদের আগমনে অনুষ্ঠিত হবে জনসভা। এ লক্ষ্যে ইতিমধ্যে মাঠে মঞ্চ নির্মানের কাজ শুরু করছে ডেকোরটরের লোকজন। যাবতীয় কজা দেখাশুনা করছেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এবারের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সম্মেলন উদ্বোধন করবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি, সাবেক আইনমন্ত্রী অ্যাডঃ আঃ মতিন খসরুএমপি, র.ম. মুসতাকিন, ফরিদুর রহমান লাইলী, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দীসহ জেলার সকল সংসদ সদস্য।
সম্মেলন সফল করতে গত শনিবার বর্ধিত সভায় বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হচ্ছেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি ও সদস্য সচিব আবু নঈম পাটওয়ারী দুলাল। আর জেলা আওয়ামী লীগের সকল সদস্য ওই কমিটির সদস্য। অন্যান্য কমিটি হচ্ছে : অভ্যর্থনা কমিটির আহ্বায়ক মেয়র নাছির উদ্দিন আহামেদ, সদস্য সচিব ইউছুফ গাজী, মঞ্চ কমিটির আহ্বায়ক অ্যাডঃ জহিরুল ইসলাম, সদস্য সচিব আলহাজ্ব তাফাজ্জ্বল হোসেন এসডু পাটওয়ারী, অর্থ উপ-কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, সদস্য সচিব মোহাম্মদ আলী জিন্নাহ, প্রচার কমিটির আহ্বায়ক সন্তোষ কুমার দাস, সদস্য সচিব হাসান ইমাম বাদশা, দপ্তর কমিটির আহ্বায়ক অজয় ভৌমিক, সদস্য সচিব মাসুদ আলম মিল্টন, চিকিৎসা কমিটির আহ্বায়ক ডাঃ হারুনুর রশিদ সাগর, আইনশৃঙ্খলা কমিটির আহ্বায়ক আমানউল্লা মিজান রাজু চৌধুরী, সদস্য সচিব অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া, খাদ্য কমিটির আহ্বায়ক আহসান উল্লা আখন্দ ও সদস্য সচিব শামছুল হক মন্টু পাটওয়ারী।