২৮শে অক্টোবর পল্টন ট্রাজেডি উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার উদ্যেগে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান মাছুম চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর শহর শাখার সংগ্রামী সভাপতি মোঃ নজরুল ইসলাম মারুফ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে তিনি বলেন, ২০০৬ সালে ২৮শে অক্টোবর সেই পল্টন ময়দানে আওয়ামী হায়নার গোষ্ঠী আমাদের ৮জন ভাইকে শাহাদাত বরন করে এই দুনিয়া থেকে বিদায় করে দেয়। যাদের বিন্দু পরিমান কোন অপরাধ ছিল না। আমরা সেই খুনিদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি জানাচ্ছি। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাহিত্য সম্পাদক মোঃ আব্দুল আউয়াল, সহিত্য সম্পাদক মোঃ মিজানুর রহমান সজিব এবং দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার কর্ম-সূরা পরিষদের সদস্য হযরত মাওলানা হাবিবুল্লাহ।