দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা। আগামী ২৯ ডিসেম্বর তা অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলামের সই করা আদেশে জানানো হয়, উপজেলা পর্যায়ে বেলা ১১টায় উপজেলা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৬ ডিসেম্বর বিদ্যালয়ে প্রবেশপত্র প্রেরণ করা হবে আর শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে ২৭ ডিসেম্বর। মোহাম্মদ নজরুল ইসলাম
বলেন, ২৯ ডিসেম্বর বৃত্তি পরীক্ষার কারণে আগামী ১৯ ডিসেম্বর প্রাথমিকের বার্ষিক পরীক্ষা শেষে ২১ ডিসেম্বরের মধ্যে পঞ্চম শ্রেণির ফল প্রকাশ করতে হবে।’