প্রতিনিধি
চাঁদপুর মেঘনা নদীতে চলন্ত বরযাত্রীর ট্রলারে ডাকাতি হয়েছে। ডাকাতরা এ সময় ট্রলারে থাকা যাত্রীদের কাছ থেকে প্রায় ১শ� টি মোবাইল, নগদ ৬৭ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেঘনা নদীর রাজরাজেশ্বর এলাকায়। ট্রলারে থাকা মুকবুল জানান, চাঁদপুর বড় স্টেশন উত্তর শ্রীরামদী মাদ্রাসা রোডের খান বাড়ির হযরত আলীর ছেলে ইউসুফ আলী পরিবারের সদস্যসহ ৭০ জন বরযাত্রীকে নিয়ে উত্তর তারাবুনিয়া এলাকায় বিয়ে করতে যান। গতকাল উত্তর তারাবুনিয়া চেয়ারম্যানবাজার আসামীকান্দি এলাকায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে সন্ধ্যায় নিজ এলাকা চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা করে। সন্ধ্যা ৭টার সময় স্পীড বোটে থাকা ৬ জনের একটি ডাকাত দল বরযাত্রীর ট্রলারটি গতিরোধ করে। প্রায় ১০ মিনিট ধরে ট্রলারে থাকা বরযাত্রীদের লোকজনের কাছ থেকে মোবাইল, বিয়েতে পাওয়া নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ সময় তারা ট্রলারের হেলপারকে দা দিয়ে আঘাত করে। বর্তমানে সে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বরযাত্রীদের আরো ক�জন জানান, ডাকাতরা পিস্তল, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।
চাঁদপুর নৌ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসানের সাথে আলাপকালে জানান, এ রকম খবর পেয়ে তারাসহ কোস্টগার্ড নদীতে অভিযান চালিয়েছেন। এ পর্যন্ত ৩টি স্পীড বোট আটক করেছেন।