মেম্বার প্রার্থী ফারুক সরকার ও মহিলা মেম্বার
প্রার্থী জাহেদা বেগম প্রচার-প্রচারনায় এগিয়ে
স্টাফ রিপোটার ঃ আগামী ৩১ অক্টোবর সোমবার চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের হামানকর্দীতে ( মৈশাদী ইউনিয়ন পরিষদ ভোট কেন্দ্র )উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । এ ওয়ার্ডে মোট ১২৯৬ ভোটার রয়েছে । ভোট যুদ্ধে অবর্তীর্ণ হয়েছেন পুরুষ মেম্বার প্রার্থী (ফুটবল মার্কা ) মোঃ ফারুক সরকার ও পুরুষ মেম্বার প্রার্থী বাবুল বেপারী (মোরগ মার্কা) এবং মহিলা মেম্বার প্রার্থী ( কলম ) মিসেস জাহেদা বেগম ও মহিলা মেম্বার প্রার্থী পারভীন বেগম (বই মার্কা ) । মিসেস জাহেদা বেগম এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী পারভিন বেগমের কাছ থেকে ১১১ ভোটে এগিয়ে রয়েছেন । এর মধ্যে মেম্বার প্রার্থী (ফুটবল মার্কা ) মোঃ ফারুক সরকার ও মহিলা মেম্বার প্রার্থী ( কলম ) মিসেস জাহেদা বেগম উভয় সম্পর্কে স্বামী-স্ত্রী । দুজনই প্রাক্তন মেম্বারও । বিগত সময় বিপুল ভোটে উক্ত ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছেন এ দম্পত্তি । এলাকায় দুজনই বেশ জনপ্রিয় । মেম্বার থাকা অবস্থায় এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন । জনগনেরও আস্থা রয়েছে তাদের উপর । এলাকার মানুষের সুখে-দুঃখে সর্বদা পাশে দাঁড়িয়েছেন । উপনির্বাচনের তারিখ ঘোষনা হওয়ার পর থেকে মেম্বার প্রার্থী মোঃ ফারুক সরকার ও তার স্ত্রী মহিলা মেম্বার প্রার্থী মিসেস জাহেদা বেগম আবারও এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং ভোট প্রার্থনা করছেন । দিন-রাত চষে বেড়াচ্ছেন । আরেকবার সুযোগ চান তারা । মহিলা মেম্বার প্রার্থী জাহেদা বেগম দীর্ঘদিন যাবত অসুস্থ । তারপরও জনগনের দাবীর প্রেক্ষিতে এবারও সংরক্ষিত মহিলা মেম্বার পদে দ্বিতীয়বারের মত নির্বাচনে অংশ নিয়েছেন । সরজমিনে ৯নং ওয়ার্ডেও ভোটারদের সাথে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনচ্ছিুক একাধিক ভোটারার জানান, মেম্বার প্রার্থী মোঃ ফারুক সরকার ও তার স্ত্রী মহিলা মেম্বার প্রার্থী মিসেস জাহেদা বেগম সব সময় আমাদের বিপদে-আপদে পাশে পাওয়া যায় । সাধারণ ভোটারদের কাছে উক্ত স্বামী-স্ত্রী ব্যাপক জনপ্রিয় । তাই উপনির্বাচনে এবারও তারাই নির্বাচিত হবে বলে আশা করছি ।
এ ব্যাপারে মেম্বার প্রার্থী মোঃ ফারুক সরকার ও তার স্ত্রী মহিলা মেম্বার প্রার্থী মিসেস জাহেদা বেগম বলেন,এ ওয়ার্ডের জনগণের প্রতি আমার আস্থা ও বিশ্বাস রয়েছে । সবসময় মানুষের পাশে ছিলাম এবং থাকবো । আশা করছি জনগন এবারও আমাদেরকে বিপুল ভোটে নির্বাচিত করবে । উপনির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তির্পুন ভাবে অনুষ্ঠিত হয় তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা । এক প্রশ্নের জবাবে তারা বলেন, পুনরায় নির্বাচিত হলে জনগনের কাছে দেওয়া ওয়াদা পূরন করবো এবং এলাকার অসম্পন্ন উন্নয়ন কাজ করবো । এ ব্যাপারে চাঁদপুর জেলা নির্বাচন অফিসার আতাউর রহমান গতকাল রবিবার রাতে জানান,৩১ অক্টোবর চাঁদপুর জেলায় মোট ৪৫টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে । আমাদের প্রস্তুতি প্রায় চুড়ান্ত । সহসাই স্ব স্ব কেন্দ্রে প্রিজাইডং অফিসার ও পুলিং অফিসারসহ যাবতীয় জনবল নিয়োগ করা হবে ।