যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের এক ব্যক্তি একটি খুনের মামলায় ৩৪ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত হয়েছেন। ১৯ বছর বয়সে জেলে ঢুকেছিলেন কেশ ডেলানো রেজিস্টার নামক এই ব্যক্তি। বের হয়েছেন ৫৩ বছরের প্রায় বৃদ্ধ হয়ে। যৌবনের শ্রেষ্ঠ সময়টা তাকে জেলে কাটাতে হয়েছে মিথ্যা খুনের মামলায়।
কারাগার থেকে বের হয়ে ডেলানো বলেন, ঘটনাটি সত্য ছিল না। আমিও জানতাম, আমি এর সাথে যুক্ত ছিলাম না। কিন্তু সত্যটিকে প্রমাণ করা যায়নি তখন। এখন আমার ভালো লাগছে এই ভেবে যে, সত্যটি প্রতিষ্ঠিত হয়েছে।
১৯৭৯ সালের এপ্রিলে ৭৮ বছর বয়সী জ্যাক সেসন নামের এক বৃদ্ধকে হত্যার জন্যে রেজিস্টারকে দায়ী করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রেজিস্টার। এতেই বিপাকে পড়েন রেজিস্টার। মিথ্যা মামলায় তাকে ফাঁসিয়ে দেয় পুলিশ।
শিরোনাম:
শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।