চাঁদপুর সরকারি বিশ্ব বিদ্যালয় কলেজ ময়দানে ২৮ তম ৩দিন ব্যপী বিপণীবাগের ঐতিহাসিক ইসলামী সম্মেলনের আজ শেষ দিন। শুরু হয়েছে ১৯ নভেম্বর বুধবার থেকে। সম্মেলনে সভাপতিত্ব করছেন বাহাদুরপুরের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। আজকের তৃতিয় ও শেষ দিনের সম্মেলনে আলোচনা রাখবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক হযরত মাওলানা আ ন ম ডঃ আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর, তরুণ বক্তা হযরত মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীকসহ দেশ বরেণ্য আরো বহু ওলামায়ে কেরামগণ।
২০ নভেম্বর বৃহস্পতিবার দ্বীতিয়দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা পীরজাদা শাহ মোঃ সফিকুল ইসলাম যুক্তিবাদি।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলবের প্রবিন আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল মান্নান, ইসলামপুর দরবারের পীরসাহেব হযরত মাওলানা খাজা ওয়ালী উল্যাহ, চিশতিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা আহমদ উল্যাহ, চাঁদপুর ওসমানিয়া সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা মুফতি বি এম মোস্তফা কামাল, প্রফেসর পাড়া জমে মসজিদের খতিব হযরত মাওলানা ইয়াকুব আলী, পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুস সালাম প্রমূখ।
এর আগে ১৯ নভেম্বর বুধবার প্রথমদিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ ফয়জুল উলুম কাওমী মাদরাসার প্রিন্সিপাল ও ঢাকা তেজগাঁও শাহীনবাগ জামে মসজিদের খতিব, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা তাফাজ্জল হক আজিজ। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা সালাহ উদ্দিন আহমদ, মদিনা বিশ্ব বিদ্যালয়ের মুবাল্লিগ হযরত মাওলানা আনম নূরুর রহমান আল মাদানি, চাঁদপুর বড়ষ্টেশন জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম, মুন্সিবাড়ি জামে মসজিদের খতিব হযরত মাওলানা মিজানুর রহমান প্রমূখ।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।