প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী এলাকার খান বাড়ির গৃহবধূ ৩ সন্তানের জননী বিবি হাওয়া (৪৮) বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।
জানা যায়, পারিবারিক সম্পত্তিগত বিরোধের জের ধরে গতকাল তার দেবর বাদল খান ও মহসীন খান ভাবী বিবি হাওয়াকে মারধর করে। এর প্রতিকার চেয়ে স্বামী এরশাদ খার নিকট বিবি হাওয়া নালিশ জানালে স্বামী তার বিচার না করে উল্টো তাকে প্রহার করে। স্বামীর কাছে বিচার না পেয়ে উল্টো স্বামীর হাতে পিটুনি খেয়ে একরকম অভিমানে, ক্ষোভে গৃহবধূ বিকেল সাড়ে ৪টায় ঘরে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রতিবেশীরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। হাসপাতাল বেডে বিবি হাওয়ার পাশে স্বামী বা নিকট আত্মীয় কাউকে খুঁজে পাওয়া যায়নি।
এক যুবক ও যুবতীকে বিবি হাওয়ার পাশে বসে থাকতে দেখা যায়। যুবকটি জানায় সে প্রতিবেশী তার নাম অপু শেখ।