ফরিদগঞ্জ: উপজেলা সদরের দাসপাড়া এলাকার একটি বাসা থেকে ৪০ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, চুরি হওয়া স্বর্ণালঙ্কার ফরিদগঞ্জ বাজারের ব্যবাসায়ি স্বপ্না জুয়েলারীর বন্ধকীকৃত স্বর্ণ। ওই জুয়েলারীর স্বত্বাধিকারী লিটন দাস জানায়, শনিবার তার বড় ভাইয়ের ছেলের বিয়ে উপলক্ষে তার স্ত্রী সন্তানসহ সকলে বিয়ে বাড়িতে ছিল। রাতে সে দোকান থেকে বাসায় ফিরে দেখে চুরির ঘটনা দেখতে পায়। সে জানায়, চোরের দল বাসার স্টিলের আলমিরায় রক্ষিত তার দোকানের বন্ধকীকৃত প্রায় ৯০ ভরি স্বর্ণালঙ্কার যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা নিয়ে যায়। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এদিকে থানার নিকটবর্তী এলাকা এবং শহরে কমিউনিটি পুলিশের কার্যক্রম চালু থাকার পরও দুর্ধর্ষ এই চুরির ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
শিরোনাম:
শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।