প্রতিনিধি=
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৪ দিনের ৮৪ ঘণ্টা হরতাল গতকাল সন্ধ্যা ৬টায় শেষ হয়েছে। শেষ দিনে কয়েকটি বিৰিপ্ত সংঘর্ষ ছাড়া চাঁদপুরে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। হরতালের সমর্থনে জেলা বিএনপি, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ভোর থেকে দুপুর পর্যনত্দ শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিলেও বেলা বাড়ার সাথে সাথে অনেককেই রাজপথে দেখা যায়নি। সকালে ওয়ান মিনিট এলাকা ও কুমারডুগী এলাকায় কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাংচুর করে পিকেটাররা। আর এ পিকেটারদের সাথে জড়িত থাকার অভিযোগে গত ৪ দিন জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ ১৮ দলীয় জোটের ২৬ জন নেতা-কর্মীসহ ৬০ জন পিকেটারকে আটক করে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতসহ বিভিন্ন মামলায় জেলে পাঠানো হয়।
হরতালের সমর্থনে চাঁদপুর ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিৰোভ মিছিল বের করে। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতের আমির এএইচ আহমদ উলস্না মিয়া, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেওয়ান সফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজী, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আরিফুলস্না, শহর যুবদলের আহ্বায়ক আঃ কাদির বেপারীসহ ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দ।
সকালে শহরের শপথ চত্বর এলাকা থেকে হরতালের সমর্থনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিৰোভ মিছিল বের করা হয়। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, কাজী গোলাম মোসত্দফা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর খান, শাহনেওয়াজ খান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এনায়েত উলস্নাহ খোকনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল সোয়া ৮টায় কালী বাড়ি এলাকা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডঃ জাহাঙ্গীর খান ও সদস্য সচিব হযরত আলী ঢালীর নেতৃত্বে এবং প্রেসক্লাব সড়কের সামনে থেকে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এনায়েত উলস্না খোকনের নেতৃত্বে হরতালের সমর্থনে বিৰোভ মিছিল বের করা হয়। এ সময় জেলা, শহরসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া গত ৪ দিনে উপজেলার বিভিন্ন স্থানে শানত্দিপূর্ণভাবে হরতাল পালিত হয়। তবে কোথাও কোনো বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। গতকাল সকাল ১১টার পর থেকেই শহরে সিএনজি স্কুটারসহ ভারী যানবাহন চলাচল শুরু করে। সকালের দিকে চাঁদপুর সরকারি কলেজ সংলগ্ন সড়কে পিকেটাররা টায়ারে আগুন জ্বালিয়ে দেয়।