আগামী ৪ মে বুধবার পবিত্র শবে মেরাজ। অর্থাৎ ৪ মে বুধবার দিবাগত রাত হচ্ছে মেরাজের রজনী। গতকাল শুক্রবার দিন শেষে পশ্চিমাকাশে রজবের চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে আরবী মাস রজব শুরু হলো। সে হিসেবে এবার ২৬ রজব দিবাগত রাত পবিত্র শবে মেরাজ তথা মেরাজের রজনী হচ্ছে ৪ মে বুধবার দিবাগত রাত। ইসলামিক ফাউন্ডেশন ঢাকা কার্যালয় এ সিদ্ধান্তের কথা জানায়।
পবিত্র শবে মেরাজ তথা ঊর্ধ্বগমনের রজনী ইসলামের ইতিহাসে এবং মুসলিম উম্মাহর জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিবস। এ রাতে প্রিয়নবী (দঃ) নভোম-ল ভূম-ল তথা সৃষ্টিজগত ভেদ করে মহান আল্লাহর সরাসরি সাক্ষাতে ঊর্ধ্বজগতে চলে যান।আল্লাহর সাথে কথোপকথন শেষে তিনি আবার এই পৃথিবীতে মক্কা নগরীর নিজগৃহে চলে আসেন। এ রাতেই প্রিয়নবী (দঃ) আল্লাহর পক্ষ থেকে নিজ উম্মতের জন্যে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ হাদিয়াস্বরূপ নিয়ে আসেন। যা মুসলিম উম্মাহর জন্যে ফরজ ইবাদত।