প্রতিনিধি
চাঁদপুর জেলায় বসবাসরত মেয়েদের ঝড়ে পড়া চুল ক্রয় করে এক শ্রেণীর ব্যবসায়ী চীনে রপ্তানী করে অর্থ উপার্জন করার নয়া খবর পাওয়া গেছে। খবর নিয়ে জানা যায়, চাঁদপুর শহরতলির ঘোড়মারা আশ্রায়ন প্রকল্পের বসবাসরত এক শ্রেনীর নারীও পুরুষ ব্যবসায়ী জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের মনোনীত বিভিন্ন ব্যক্তির মাধ্যমে প্রতি পাউন্ড চুল সংগ্রহ করেন ক্রয় করছে ৩শ’ থেকে ৪শ’ টাকায়। উপজেলাসহ বিভিন্ন স্থানের আমদানি করা চুল-জটলা খুলে তারা চাঁদপুরে তাদের কারখানায় এনে মজুদ করেন। তারপর সে চুল ধুয়ে মেশিনের মাধ্যমে পরিস্কার করে ঢাকায় বড় বড় ব্যবসায়ীদের নিকট প্রতি পাউন্ড চুল ৫শ’ টাকা দরে বিক্রি করেন বলে একটি সূত্র জানান। রাজধানীর বড় মাপের ব্যবসায়ীর মাধ্যমে চুল উন্নত প্রক্রিয়ায় উজ্জ্বল করে তা চীনে প্রেরণ করেন বলে ব্যবসায়ী ইয়াসিন জানান।
অপর ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, মেয়েদের ঝড়ে পড়া চুল দিয়ে চীন ব্যবসায়ীরা উন্নত প্রযুক্তিতে মাথায় ক্যাপ নারীদের রুপবতী করে তোলায় খোপায় ও টাক পড়া নারী-পুরুষের মাথায় ব্যবহার করা চুল দিয়ে ক্যাপ তৈরী করে ব্যবহার করে থাকে। এতে করে মনে হয় মাথায় প্রকৃত চুল রয়েছে। জেলার ৮টি উপজেলায় ফেরী করে চুল ক্রয় করার কাজে রয়েছে প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ। এ কাজের ফলে অনেক বেকার নারী পুরুষদের কর্মের ব্যবস্থা হয়েছে বলে চাঁদপুরের চুল ক্রয় করার কারখানায় মালিক জুয়েল সরদার জানান।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।