কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৬ বছরের শিশু নিরব হোসেনকে অমানুষিক নির্যাতন করা হয়। কচুয়া দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ বর্বর ঘটনাটি ঘটে। সরজমিনে গিয়ে জানা যায়, হোসেনপুর গ্রামের আহম্মদউল্লাহ ক্বারীর আঙ্গিনায় ৪/৫ জন শিশু খেলাধুলা করছিলো। পাশেই আহম্মদউল্লাহ ক্বারীর মোস্তাক মুড়ায় নিরব হোসেন (৬) খেলার ছলে মোস্তাক নষ্ট করে। এ অপরাধে নিরব হোসেনকে ক্বারী আহম্মদউল্ল্যাহ ব্যাপক মারধর করে, নারিকেল গাছের সাথে চেপে ধরে ও পাশে একটি ডোবায় কর্দমাক্ত পানিতে ছুড়ে ফেলে। ছেলেটির বাবা মোঃ জহিরুল ইসলাম বাক প্রতিবন্ধী হওয়ায় নিরবের চাচা রুবেল হোসেন ছোট্ট শিশুটিকে নিয়ে কচুয়া হাসপাতালে চিকিৎসা করান।
উল্লেখ্য, নির্যাতনে ছেলেটি বাক্রুদ্ধ হয়ে যায় এবং ডান চোখের নিচে জখম হয়।