এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন। পাকুন্দিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান রাসেল, ২নং ওয়ার্ড কাউন্সিলর রাকিবুল হাসান ছোটন, ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মকবুল হোসেন সরকার, হুফফাজুল কুরআন প্রশিক্ষক হাফেজ ক্বারী আবু তালহা প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. নজরুল ইসলাম আকন্দ বলেন, রুহান মাত্র ৮ মাসে কোরআন মুখস্থ করে বিষ্ময়ের সৃষ্টি করেছে। কোরআন আল্লাহ তায়ালার একটি মোজেজা।
আল্লাহ ইচ্ছা করলে সবই পারেন। তার দৃষ্টান্ত আমাদের এই রুহান। এর আগেও গত বছর এই মাদ্রাসা থেকে মাত্র ৫ মাসে কোরআন মুখস্ত করে আলোড়ন সৃষ্টি করেছিল জান্নাতুন নাঈম ফাহাদ নামের আরেক শিশু।