আন্তঃ জেলা চোরচক্রের হোতা ও ঢাকার চুরি ছিনতাই মামলার পলাতক আসামী রাজু (২৫)কে চাঁদপুর শহরের নতুন বাজার থেকে আটক করে আজ শনিবার আদালতে প্রেরণ করা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাটিঠয়ে দেয়।
উল্লেখ্য, গত শুক্রবার সকাল ১১টায় নতুন বাজার ফাঁড়ির এটিএসআই সুদর্শন কুড়ি সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে তালা খোলার প্রায় শতাধিক চাবি, অত্যাধুনিক দুরবীন, ইলেকট্রনিক্স সামগ্রী, অচেতন করার স্প্রে, ইয়াবা সেবনের সরঞ্জামসহ, প্লাস, স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।জানা যায়, ঢাকা মুগধা ঝিল পাড়ের নূরে আলমের ছেলে রাজু আন্তঃজেলা চোর চক্রের হোতা হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছিলো। ঢাকায় চুরি ছিনতাই বেশ কয়েকটি মামলায় পলাতক আসামী হয়ে সে চাঁদপুর এসে দীর্ঘ ৮ মাস যাবৎ আত্মগোপনে থাকে। শহরের ষোলঘর পাকা মসজিদ এলাকায় ছোবহানের বাড়ির তৃতীয় তলায় বাসা ভাড়া নিয়ে চাঁদপুরে চুরি ডাকাতি বিভিন্ন অপকর্ম সংঘটিত করে। পরে সেখান থেকে নতুন বাজার এসে অবস্থান নেয়। নতুন বাজার ফাঁড়ির এটিএসআই সুদর্শন কুড়ি অবশেষে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
শিরোনাম:
শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩০ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

