হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের পূর্ব রাজারগাঁও জমাদার বাড়ির মোঃ মোজাম্মেল হকের ছেলে মোঃ মাহাবুব আলম আরিফ (১৮) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। গতকাল দুপুরে এ ঘটনাটি ঘটে।
সরজমিনে গেলে প্রত্যক্ষদর্শীরা জানান, নিজেদের নির্মাণকৃত বিল্ডিংয়ে পানি দেয়ার জন্যে বিদ্যুতের মোটর চালু দেয়ার সাথে সাথে আরিফ বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চাঁদপুর নেয়ার পথে তার মৃত্যু হয়। আরিফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।