ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরীতে ডিজিটাল ইন্সটিটউশনাল রিপোজিটোরি (DSpace) সফটওয়্যার এর উদ্বোধন ও সার্টিফিকেট প্রদান প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে । এটি একটি Open Source Saftware যা MIT(Massachusetts Institute of Technology) তৈরী করেছে । ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি Customize করে এটি ব্যবহার করছে । যাতে প্রাতিষ্ঠানিক সকল প্রকাশনা সংরক্ষিত থাকবে এবং বিশ্বের যে কেউ Access এবং Download করতে পারবে । এটি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে একটি মাইফলক । এ রপিোজিটরী বৃহস্পতিবার ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমেরিটাস প্রফেসর ড. আমিনুল ইসলাম ।
ভিসি প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও এ্সিসট্যান্ট লাইব্রেরীয়ান মো: ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিরেক্টর অব দ্যা স্টাডিজ প্রফেসর ড. মো জাকির হোসাইন, উদ্বোধনী বক্তব্য রাখেন লাইব্রেরীয়ান জনাব মো: মিলন খান এবং স্বাগত বক্তব্য পেশ করেন লাইব্রেরেী কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো: গোলাম মাওলা চৌধুরী ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আমিনুল ইসলাম বলেন, লাইব্রেরী হচ্ছে একটি ইউনিভার্সিটির আয়না স্বরূপ । লাইব্রেরীর সমৃদ্ধিই একটা ইউনিভার্সিটি কতটা সমৃদ্ধ তা নিরুপনে সবচেয়ে বেশি ভুমিকা পালন করে । তিনি তার বক্তব্যে লাইব্রেরীকে ইউনিভার্সিটির ইনডেক্স হিসেবে আখ্যায়িত করেন। তিনি আশা প্রকাশ করেন ড্যাফোডিল ইউনিভার্সিটি লাইব্রেরী কোহা, ডিষ্পেস এর মত AvšÍR©vwZK gv‡bi লাইব্রেরী সম্পর্কিত Saftware-এর পাশাপাশি আরো অন্যান্য গতিশীল Saftware ইন্সটলেশনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ায় অনন্য ভুমিকা পালন করবে।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. এম লুৎফর রহমান বলেন, অবাধ তথ্য প্রবাহের এই যুগে DSpace অত্যন্ত সহায়ক একটি তথ্য সংরক্ষণকারী Saftware । তিনি DSpace কে খুবই ইউজার ফ্রেন্ডলী উল্লেখ করে বলেন এখান থেকে যেকেউ খুব সহজেই সংরক্ষিত তথ্য ভাণ্ডারে প্রবেশ করে তথ্য উদ্ধার করতে পারবে ।
স্বাগত বক্তব্যে প্রফেসর ড. মো: গোলাম মাওলা চৌধুরী আগত সবাই কে স্বাগত ও ধন্যবাদ জানান এবং ড্যাফোডিল ইউনিভার্সিটি লাইব্রেরীর সমৃদ্ধিতে পাশে থাকার আহবান জানান । অনুষ্ঠানে সবশেষে DSpace ট্রেইনিং প্রোগ্রামে অংশগ্রহনকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয় ।