প্রতিনিধি
শাহরাস্তি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫জন, সংরক্ষিত মহিলা আসনে ৮জন ও সাধারণ সদস্য (কাউন্সিলর) পদে ৩২জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন পদের প্রার্থীরা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন বর্তমান মেয়র মোঃ মোস্তফা কামাল, সাবেক মেয়র মোশাররফ হোসেন পাটোয়ারী, নিয়ামুল করিম পিন্টু, আবদুল্লাহ আল মামুন ও মাহাবুবুল আলম চৌধুরী।
সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন- সংরক্ষিত আসন-১ লুৎফুন নাহার, হাসিনা বেগম, সংরক্ষিত আসন-২ সখিনা বেগম, রাবেয়া বসরী বকুল, সংরক্ষিত আসন-৩ রাবেয়া বেগম, তুহিন আক্তার, সংরক্ষিত আসন-৪ শাহীন আক্তার, মমতাজ বেগম।
সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ড থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন- মোঃ ওহিদুর রহমান, নূর মোহাম্মদ মোল্লা, ২নং ওয়ার্ড থেকে মোঃ বাহার উদ্দিন, ৩নং ওয়ার্ড থেকে মকবুল আহমেদ, ৪নং ওয়ার্ড থেকে মাহবুব আলম, শাহজালাল, সাহাবুদ্দিন আলম, ৫নং ওয়ার্ড থেকে আবুল কালাম, প্রহল্লাদ চন্দ্র দে, রুস্তম আলী, আবদুল খালেক, ৬নং ওয়ার্ড থেকে কাজী মোঃ আবদুল কুদ্দুছ, মোশারফ হোসেন, ৭নং ওয়ার্ড থেকে মোঃ কামরুজ্জামান, মনিরুল ইসলাম, মোস্তফা কামাল, আবুল কাশেম, মিজানুর রহমান, ৮নং ওয়ার্ড থেকে সফিউল্লাহ মিয়াজী, মিজানুর রহমান, ৯নং ওয়ার্ড থেকে মিজানুর রহমান মোল্লা, বিকাশ মজুমদার, আলী আজ্জম, ১০নং ওয়ার্ড থেকে আবদুল জলিল, তুষার চৌধুরী রাসেল, মোঃ শাহজাহান, ১১নং ওয়ার্ড থেকে মোঃ হেদায়েত উল্লাহ, নাজির হোসেন পাটোয়ারী, মোঃ কামাল হোসেন এবং ১২নং ওয়ার্ড থেকে আবুল হোসেন, মোঃ মহসিন ও মোঃ সাইফুল ইসলাম।