সংবাদদাতা=
অঙ্গীকার বন্ধু সংগঠন কতৃক শতাধিক এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
গত বৃহস্পতিবার অঙ্গীকার বন্ধু সংগঠনের উদ্যোগে মতলব দক্ষিণ উপজেলার দগরপুর আঃ গনি উচ্চ বিদ্যালয়ের ২০১৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও বিদায় সংবর্ধনা দেয়া হয়। সংগঠনের সাধারণ স¤পাদক আল-আমিন মিয়াজীর উপস্থাপনায় ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঙ্গীকার বন্ধু সংগঠনের অন্যতম উপদেষ্টা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান । উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ আমির হোসেন, মোঃ দুলাল হোসেন মিয়াজী, মোঃ চাঁন মিয়া, জয়দেব চন্দ্র দে, অমৃত লাল বিশ্বাস, ফজলুল হক ও মোঃ জসীম উদ্দিন খান। বিদায়ী শিক্ষার্থী মোঃ আবু সুফিয়ানের কন্ঠে পবিত্র কোরআন তিলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক মোঃ আমীর হোসেন, সভাপতি মোঃ মোশারফ হোসেন, বিশেষ অতিথীবৃন্দ এবং প্রধান অতিথি মোঃ শাহজাহান। প্রধান অতিথি তার বক্তব্যে অঙ্গীকার বন্ধু সংগঠনের ধারাবাহিক কার্যক্রমকে সাধুবাদ জানান এবং এমন উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন। ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য সর্বাত্বক সহযোগিতার আশ্বাস ও উৎসাহ প্রদান করেন। তিনি এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো ফলাফল অর্জন করার জন্য ভালো প্রস্তুতির বিকল্প নেই। তিনি তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন ও পরীক্ষায় কাক্সিক্ষত সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন অঙ্গীকার বন্ধু সংগঠনের সহ-সাংগঠনিক স¤পাদক মোঃ মামুন সরকার ও প্রচার স¤পাদক মোঃ তৌকির পাটৌয়ারী। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফারজানা আক্তার, খাদিজা আক্তার মিলি,সাকিব, তন্ময়, সুরমা ও তামান্না। একই সাথে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আমির হোসেন এর বিদায় উপলক্ষে তাকে উপহার দিয়ে শুভেচ্ছা প্রদান করে সংগঠনের সদস্যবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ বিল্লাল হোসেন, মোঃ শাহীন, মোঃ আরিফুল ইসলাম, হাসান সজিব, মেহেদী হাসান, তানবির হাসান, হাবিব প্রমুখ।
শিরোনাম:
শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।