ট্রেন ও বাস মুখোমুখি সংঘর্ষ থেকে অল্পের জন্য রক্ষা
চাঁদপুরে ফ্লাটফরম-রেললাইন ও পাইপ লাইন ব্যাপক ক্ষতি সাধিত ॥ ট্রাকসহ ট্রাক ড্রাইভার আটক
চাঁদপুর সংবাদদাতা ॥ চাঁদপুর শহরের বড় স্টেশনে রেল ট্রেন ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেলেও ট্রাকের আঘাতে স্টেশন ফ্লাটফরম-রেললাইন ও রেল এলাকায় পানি সরবরাহকৃত পাইপ লাইন ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এঘটনায় রেলওয়ে পুলিশ ট্রাক জব্দ ও ট্রাক ড্রাইভার জসিম মৃধা (৩৫)কে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার বিকাল ৪টায় শহরের বড় স্টেশন এলাকায়। এ ঘটনায় রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে রেলওয়ে থানায় অভিযোগ করেন এস.এ.ই/কার্য মোঃ জান শরীফ।
ঘটনার বিবরণী জানা যায়, বাংলাদেশ রেলওয়ের চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি বড় স্টেশন এলাকায় প্রবেশ করার সময় একটি মালবাহি ট্রাক এর সাথে মুখোমুখি সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষ থেকে রক্ষা পেতে ট্রাক চালক জসিম মৃধা ট্রাকটিকে দ্রুত গতিতে স্টেশনের দিকে ধাবিত করে। এসময় ফ্লাটফরম, সাইড রেললাইন ও পানি সরবরাহের লোহার পাইপ ভেঙ্গে ব্যাপক ক্ষতি সাধিত হয়। তাৎক্ষণিক পুলিশ ট্রাকটি জব্দ করে এবং ট্রাক ডাইভার জসিম মৃধাকে আটক করতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি ও আটক ট্রাক ড্রাইভার চাঁদপুর রেলওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ উছমান গণি পাঠান জানান, ঘটনার পর ট্রাকটিকে জব্দ ও ড্রাইভার জসিমকে আটক করা হয়েছে। রেলওয়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।