স্টাফ রিপোর্টার : চাঁদপুর মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফাহিমা আক্তার নীলা নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের জেএম সেনগুপ্ত রোড জোড় পুকুরপাড় এলাকা থেকে ৩৩৫ পিস ইয়াবাসহ ফাহিমা আক্তার নীলা (৩০) নামে নারীকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালকের তত্ত্বাবদানে অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক মোঃ মজিবুর রহমান, উপ-পরিদর্শক মোহাম্মদ মুজিবুর রহমানসহ অন্যান্যরা।
অভিযানের টের পেয়ে আরেক মাদক ব্যবসায়ী মো. কাউসার আলম রাব্বানী (৩২) পালিয়েছে। তাকে আটক করা সম্ভব হয়নি। মাদক দ্রব্য অধিদপ্তর চাঁদপুর জানায়, গ্রেফতার হওয়া নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।