ফরিদগঞ্জ:
ফরিদগঞ্জের লোহাগড় হাজী বাড়িতে বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক প্রবাসীর বসতঘর ভস্মীভূত হয়ে পার্শ্ববর্তী আরেকজনের বসতঘরও আংশিক ক্ষতি হয়েছে। অগি্নকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।
জানা গেছে, বুধবার রাত ৯টা ২০ মিনিটের সময় লোহাগড় হাজী বাড়ির প্রবাসী জাকির হোসেনের ঘরে প্রথমে আগুন লাগে। এ আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে ঘরের সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। একই সময় জাকিরের ঘর থেকে পার্শ্ববর্তী লুৎফুর রহমানের ঘরেও আগুন লাগে। এরই মধ্যে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে জাকিরের পুরো ঘর ভস্মীভূত হয়ে লুৎফুর রহমানের ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়।