নিউজ ডেস্ক: অগ্রণী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতি পেয়েছেন মতলবের কৃতি সন্তান বিশিষ্ট ব্যাংকার মোঃ আবুল বাশার।
তিনি ১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংক কর্মজীবন শুরু করেন। ব্যাংকটির গুরুত্বপূর্ণ শাখা ও কর্পোরেট শাখার প্রধান এবং প্রধান কার্যালয়ে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত অগ্রণী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান অগ্রণী রেমিটেন্স হাউস এর সিইও হিসেবেও দায়িত্ব পালন করেন।
ছাত্রজীবনে মোঃ আবুল বাশার বরাবরই মেধাবী ছাত্র ছিলেন। তিনি বোর্ড স্ট্যান্ডধারী এবং বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণী প্রাপ্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি একই বিববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এমবিএ করেন।
তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভাস্থ ৬নং ওয়ার্ডের নবকলস গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঐ গ্রামের প্রয়াত আব্দুস সাত্তার মিঞা ও মিসেস সাহানা আক্তারের জৈষ্ঠ্য সন্তান। বিভিন্ন ব্যাংকের আমন্ত্রণে তিনি গেষ্ট স্পিকার হিসেবে সেশন পরিচালনা করে থাকেন। তিনি দেশ বিদেশে বিভিন্ন কর্মশালা এবং ট্রেনিং এ অংশগ্রহন করেছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। (সূত্র: নবধারানিউজ২৪.কম)
চাঁদপুরনিউজ/এমএমএ/