হাজীগঞ্জ সংবাদদাতা: অগ্রণী ব্যাংক লিমিটেড হাজীগঞ্জ শাখায় বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংকে এ বিদায় বরণ অনুষ্ঠিত হয়।
অগ্রণী ব্যাংক লিমিটেডে হাজীগঞ্জ শাখার এসপিও/ব্যবস্থপক মো. সিরাজুল ইসলাম এর বদলিজনিত বিদায় এবং পিও/ব্যবস্থাপক মোহাম্মদ আলমগীর হোসেন ফরাজী হাজীগঞ্জ শাখায় আগমন এবং দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে।
বিদায় বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিমিটেড চাঁদপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মিসেস গীতা মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিমিটেডের সহকারি ব্যবস্থাপক ও নতুন বাজার শাখা প্রধান এম কে মজিবুর রহমান, অগ্রণী ব্যাংক অফিসার সমিতি বাংলাদেশ, আঞ্চলিক পরিষদ চাঁদপুর এর সভাপতি মতলব বাজার শাখা ব্যবস্থাক মো. জাকির হোসেন খান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ নান্নু মিয়া হাওলাদার, বিএম আহসান কলিম, অগ্রণি ব্যাংক লি. ফরক্কাবাদ শাখা চাঁদপুর প্রধান মো. হাসান ছিদ্দিক, অগ্রণি ব্যাংক কর্মচারি সংসদ (সিবিএ) আঞ্চলিক পরিষদ চাঁদপুর এর সভাপতি মো. তাফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ মিয়াজী। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অগ্রণি ব্যাংক হাজীগঞ্জ শাখা থেকে যারা বিদায় নিচ্ছেন মো. মোস্তফা কামাল চৌধুরী (পিও), মোস্তাফিজুর রহমান (এসও), মো. খোরশেদ আলম (অফিসার), মো. আশরাফুল ইসলাম (অফিসার ক্যাশ), মো. জামাল হোসেন (কর্মচারি)।
নবাগতরা হলেন মো. দুলাল আহমেদ (পিও), মো. সেলিম ভূইয়া (এসও), মো. জাহিদুর রহিম (এস.ও), মো. লোকমান হোসেন (অফিসার ক্যাশ), মো. সেলিম হোসাইন (অফিসার ক্যাশ), মো. বোরহান উদ্দিন ও মো. শাহাদা হোসাইন (এফ. এ)।
চাঁদপুরনিউজ/এমএমএ/