চাঁদপুর প্রতিনিধি :স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে অজ্ঞাত রোগে মাথা ঘুরে পড়ে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে। চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেব বাজার এলাকার পশ্চিম সকদি গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলমের ১০ বছর বয়সী শিশু কন্যা শাহানারা আক্তার প্রতিদিনের মতো পশ্চিম সকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। সে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত ছিল।
বিকেলে স্কুল ছুটির পর সরু রাসত্দা ধরে বাড়ি ফিরছিল। পথিমধ্যে সে মাথা ঘুরে পড়ে যায়। লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যায়। গ্রাম্য চিকিৎসক দেখেই শাহনারাকে মৃত বলে জানিয়ে দেয়।
তারপরও তার পরিবারের লোকজন মৃত শাহানারাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পুনরায় মৃত বলে জানিয়ে দেয়। শিশু শাহানারা আক্তারের মৃত্যুতে বিদ্যালয়ে ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিদ্যালয়ের শিৰকরা মৃত্যুর খবর পেয়ে শাহানারাকে দেখতে হাসপাতালে ছুটে আসে।
শিরোনাম:
শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।