মিজানুর রহমান রানা
চাঁদপুর পৌরসভায় ব্যাটারি চালিত অটোবাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার বেলা ১১টায় জেলা প্রশাসক বরাবর চাঁদপুর জেলা অটোবাইক পরিবহন মালিক সমিতি স্মারকলিপি পেশ করে। এ সময় চাঁদপুর জেলা অটোবাইক পরিবহন মালিক সমবায় সমিতির প্রধান উপদেষ্টা তাফাজ্জল হোসেন তাফু পাটোয়ারী, সহ-সভাপতি রিপন পাটোয়ারী, সেক্রেটারি সুমন গাজী সহ ১০-১৫ জনের এক প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে তারা জানায়, অটোবাইকগুলো চাঁদপুর পৌরসভায় বন্ধ করে দিলে এর সাথে সম্পৃক্ত পরিবারগুলো আর্থিকভাবে তিগ্রস্থ হয়ে পড়বে। জীবিকা নির্বাহের দ্বিতীয় আর কোনো উপায় থাকবে না। যেখানে বর্তমান সরকার বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র বিমোচনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেখানে এমন সিদ্ধান্ত নিলে আমরা যারা স্বল্প আয়ের লোক ধার-কর্জ ও ঋণ করে জীবিকা নির্বাহের জন্য অটোবাইক খরিদ করেছি এই টাকা পরিশোধ করার কোনো উপায় আর থাকবে না। এছাড়াও তারা উল্লেখ করেন পৌরসভা থেকে অনুমোদন দেওয়া এমন অটোবাইকের সংখ্যা মাত্র ৭৫০টি। এর বাইরে অন্য অটোবাইকগুলো অবৈধ। এই অবৈধ অটোবাইকগুলো বিভিন্ন অঞ্চল থেকে শহরের পৌর এলাকায় প্রবেশ করে যানজট সৃষ্টি করছে। এেেত্র আমাদের অনুরোধ, একটি নির্দিষ্ট রঙের স্টিকার দিয়ে বৈধ অটোবাইকগুলো চিহ্নিত করে অবৈধ অটোবাইকগুলোর ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ আলম সিদ্দিকী জানান, এমন সিদ্ধান্ত শুধু চাঁদপুরের েেত্রই নয়, বরং তা সারা বাংলাদেশের জন্যেই একই আইন। সুতরাং এ ব্যাপারে আমাদের করণীয় কিছু নেই। তবে সরকার যদি উদ্যোগ নিয়ে বিআরটিএ’র মাধ্যমে লাইসেন্স প্রদান করে তাহলে এ সমস্যার সমাধান হতে পারে।
শিরোনাম:
রবিবার , ২০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।