চাঁদপুর শহরের তালতলায় অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) বাসভবনে চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকালে স্টাফ কোয়ার্টারের জুই ভবনের ২য় তলায়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন সরকারি কাজে চাঁদপুর সার্কিট হাউজে ছিলেন। চোরের দল ভিতরে প্রবেশ করে নগদ টাকা মোবাইল ফোন, রাইডারসহ প্রয়োজনীয় অনেক জিনিসপত্র তালা ভেঙ্গে নিয়ে যায়।
গতকাল সন্ধ্যায় তাঁর সাথে আলাপকালে তিনি জানান, সকাল ৯টার সময় আমি আমার রুমের দরজার তালা মেরে সার্কিট হাউজে চলে যাই। পরিবারের সদস্যরা বাড়িতে বেড়াতে গেছেন। আমি কাজ সেরে পৌনে ১২টার সময় বাসায় চলে আসি। বাসার দোতলায় উপর উঠে দেখি আমার রুমের দরজার তালা ভাঙ্গা। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, গত ১ বছর ধরে পরিবারের সদস্যদের নিয়ে এই কোয়ার্টারে বসবাস করছি। ইদানীং এলাকায় বখাটে ছেলেদের উৎপাত বেড়েছে।