মতলব উত্তর সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ মার্চ) বিকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে সভাটি আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, দলে হাইব্রিড ও অনুপ্রবেশকারীর আমদানি হয়েছে। এসব অনুপ্রবেশকারীরা দলের ক্ষতি করতে পারে। এসব দিক খেয়াল রাখতে হবে। তারা দলে আমাদের সাথে মিশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তাই তাদের থেকে হুশিয়ার ও সাবধান থাকতে হবে। তিনি আরও বলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাড. নুরুল আমিন রুহুল এর নেতৃত্বে মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগ সহ প্রতিটি সংগঠন সুসংগঠিত। এসব সংগঠনের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, আগামী নির্বাচনে ও পরবর্তী সময়গুলোতে ত্যাগী ও অবহেলিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাজা আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন এবং উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিরাজ খালিদ এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, চাঁদপুর জেলা শি¶ক সমিতির সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন সিরাজ প্রমুখ।
মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হাওলাদার, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান সরকার ওয়াদুদ, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সরকার মুকুল, প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, সদস্য কাজী হাবিবুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী তাসলিমা আক্তার আখি, ফতেপুর পশ্চিম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইলিয়াস মিয়াজী, উপজেলা ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি, আবির হায়াৎ শিহাব, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম ¯^পন, সাধারণ সম্পাদক আল মামুন, সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন আকাশ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাকিব ও শিপন প্রমুখ। সভায় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/