কী দেখো?
বলিরেখা নাকি
স্বপ্ন ভাঙা বয়সী চোখের জল
দেখো কী
কাঁচাপাকা চুলে
মাটির গন্ধ ঘাসের বুকে টল
কী বলে
মহাপ্রাণ ছবি
ধীরে ধীরে জাগে হৃদয়াকাশ ছুঁয়ে
এবার
কাঁপে থরোথরো
মাটির দুর্গা কোন সে আঘাত রুয়ে!
বাড়ানো
হাত ধরো কষে
আর যেওনা ফিরে দেখো শুকনো
এ পার
কেঁদে কেঁদে মরে
বলো না খুলে কিসে থাকো মগ্ন ?
এপার
কাঁদেই ওপার
যাবে ঘাসের বুকে শিশির নাচে
শিশির
বলে এই আমি
রোজ সকালে উঠি হেসে
মুখটি
চেয়ে …
ভয় যে
ফের পাতা ছিঁড়ে
পথিক যাবে পথের ডাকে ফিরে
বটের ডালে বাঁধবে বাসা অপত্য সেই চুমে …
শিরোনাম:
বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।