সব কিছুই মুছে যায় নিদাগ সময়ের ভারে, অনির্বাণ কিছু সাধ রয়ে যায় শাহানার রাগিণীতে, ভুল তারে আঙুলের স্পর্শ সহসা চিৎকার করে, না, এখানে নয় ; স্বচ্ছ গোলাপ জানিয়ে দেয় পাপড়ির গভীরে যে অনুষঙ্গ ঘ্রাণ ছড়ায় তা নিতান্তই আমার , লেনাদেনার পাঠ শেষ হলেও জীবনের পাঠ মুখ তোলে , নিঃস্ব তারা কখন দিনের আলোতে একাকার হয় কে জানে !
বৈষয়িক নিপুনতায় হৃদয় হারায় ছায়ায় কায়ায়, কার্পেট পাতা মগ্নতায় যাপিত কলরোল মুখ লুকায় ; মুখ –মুখোশের আড়ালে সত্য খুঁজে খুঁজে যাযাবর থমকে দাড়ায় , কে ওখানে ? দুপুরের অলসতা শাহানার বানীতে সুর তুলতে তুলতে মিশে যায় … কেন পোড়াও , কিছুই তো বাকী নেই !
এই আশ্বিন এই শিউলির আরতি এই নিবেদন হেনার ফুলে মিশে যে কুয়াশার মালা গাঁথে তার বাকলে দেখো , কী পাও ?
চোখ কেন সরাও , কিশোর ? জোছনার শরাব পান করো ভোর হতে দেরি নেই !
ঠিক তখনই দখিণা কড়া নাড়ে ,ওঠ , স্বার্থের পেয়ালায় পৃথিবী ক্লান্ত
চশমাটি তুলে নাও , দেখো আলোর হাতছানি
শিরোনাম:
বুধবার , ৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২২ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।