সাখাওয়াত হোসেন মিথুনঃ
ডিক্লারেশন ছাড়া সাম্প্রতিক সময়ে হাজীগঞ্জ উপজেলা থেকে বেশ কিছু সংবাদপত্র নামে-বেনামে প্রকাশিত হয়ে আসছে। প্রসাশনের নাকের ডগায় প্রতিনিয়ত অনুমতিহীন এসব ভুয়া পত্রিকা বৈধ সংবাদপত্রের জন্য হুমুকির কারণ হয়ে দাঁড়িয়েছে। সচেতন মহলের দাবী হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সরকারি অনুমতি ছাড়া নামে-বেনামে বাজারে আসা ওইসব ভুয়া পত্রিকা গুলো বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে প্র্রশাসনিক ব্যবস্থা নেয়া জরুরী হয়ে পড়েছে।
গত কয়েক মাস জুড়ে দেখা গেছে, হাজীগঞ্জ উপজেলা সহ চাঁদপুর জেলার শাহ্রাস্ত্মি, মতলব সহ আরো অন্যান্য উপজেলায় সাহিত্য পত্রিকা নামকরণ করে বাজারজাত করছে। উল্লেখযোগ্য সাহিত্য নামধারী পত্রিকাগুলো হলো- হৃদয়ে চাঁদপুর, হৃদয়ে বাংলাদেশ, সুহৃদ কন্ঠ, মুক্ত আকাশ, স্বপ্নীল কন্ঠ, সময়ের কথা, ধুমকেতু ও ডাকাতিয়া।
ওইসব ভুয়া পত্রিকা গুলোতে দেখা গেছে, সম্পাদক ও প্রকাশকের তালিকায় হাতেগনা দু’এক জন ছাড়া অধিকাংশই অযোগ্য, অর্ধ শিক্ষিত এবং বিভিন্ন পত্রিকা থেকে বহিষ্কৃত। এদের অনেকে এসএসসি বা দাখিল পর্যন্ত পড়াশুনাও করেনি। অথচ এরা সম্পাদক ও প্রকাশক নাম ব্যবহার করে বীরদর্পে প্রকাশনা অব্যাহত রেখেছে। এর ফলে জেলার অনুমোদিত পত্রিকা গুলোর সম্পাদক ও প্রকাশকসহ সংশ্লিষ্টদের মানহানির ঘটনা ঘটছে।
দেখা গেছে ওই ভুয়া পত্রিকাগুলোতে স্বনামধন্য ও বর্ণাঢ্য রাজনৈতিক, সমাজসেবক ব্যক্তিদের নাম ব্যবহার করে কিছু উপটোকন নিচ্ছে। যা ওই ব্যক্তিদের আর্থিক ও সামাজিক হেয় করার সামিল। এছাড়া দেখা গেছে, ওই ভুয়া পত্রিকাগুলো বিভিন্ন উপজেলাও ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধি নিয়োগ দিয়ে পরিচয় পত্র ব্যবহার করছে। বিনিময়ে নামধারী সম্পাদক ও প্রকাশকদ্বয় প্রসাশনকে বৃদ্ধাআগুলি দেখিয়ে প্রতারনার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে প্রচুর অর্থ।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।