শাহরিয়ার খান কৌশিক ॥
অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করায় যুবককে রক্তাক্ত জখম করেছে । গতকাল শনিবার বিকাল ৩ টায় গুরুতর আহত অবস্থায় স্থানিয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আনে। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করে। ঘটনার বিবরনে শরিয়তপুর জেলার তারাবুনিয়ার আবুল বন্দকান্দি গ্রামের মৃত আহমদ রাড়ির ছেলে সেকান্দর রাড়ি গত ৪ দিন পুর্বে তার পাশের বাড়িতে রাতে মাছ শিকার করতে গিয়ে ফারুক বেপারীর স্ত্রী সালেহাকে ¯া’নিয় আব্দুল আলীর ছেলে মোস্তফার সাথে অনৈতিক কার্যকলাপ করতে দেখে । এ নিয়ে সালেহার বাড়ীতে তার স্বামি না থাকায় সে সুযোগে মোস্তফা ঘরে প্রবেশ করে অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পরে। এ ঘটনার প্রতিবাদ জানালে ঘটনার পরদিন সালেহা সেকান্দর রাড়ির স্ত্রী রেহেনাকে বেদম পিটিয়ে আহত করে। আহত অবস্থায় রেহেনাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। গতকলি শনিবার স্ত্রীকে নিয়ে সেকান্দর রাড়ি বাড়িতে গেলে পুর্ব পরিকল্পনা অনুযায়ি সালেহার স্বামি মোস্তফা বেপারী, হুকুম আলী, বারেক বেপারী, সাইদুর রহমান সহ আরো কয়েকজন দেশিয় অস্ত্র নিয়ে কুপিয়ে সেকান্দরকে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাযায়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ , ১৬ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।