সাখাওয়াত হোসেন মিথুন, শাহ্রাস্তি থেকে ফিরেঃ
১৩০ বছর বয়স নিয়ে এখনও বেঁচে আছে ফাতেমা বেগম নামের বৃদ্ধা তিনি চাঁদপুরের শাহরাস্ত্মি টামটা দক্ষিন ইউনিয়নের খোদ্দ গ্রামের হাবিবুলস্নাহর স্ত্রী। জানা যায় ২৫ বছর পুর্বে স্বামী হাবিবুলস্নাহ মারা যান। তাদের ৪ কন্যা সন্ত্মান থাকলেও কোনো ছেলে সন্ত্মান ছিলো না। হত কিছু দিন পূর্বে ৫৬ বছর বয়সে সর্ব কনিষ্ঠ কন্যা মারা যায়। পারিবারিক বর্ণনা মতে জানা যায়, মেয়েদর সংসার জুড়ে ২১ জন আর ২১ জনের মধ্যে তাদের সংসারে ৩৪ জন এবং ৩৪ জনের মধ্য থেকে ৭জনসহ ৬৬ জন সদস্য বর্তমানে তাঁর বংশধর হিসেবে ৪র্থ বংশের সিঁড়ি বেয়ে চলছে। তিনি এখনও কথা বলতে ও শুনতে পারেন। নাতি-পুতিদের হাত বাড়িয়ে সোহাগ করছেন। জীবন্ত্ম কিংবদন্ত্মির চারপাশে সব সময় শত শত আত্মীয় স্বজনদের ভীড় জমে, তাছাড়াও প্রতিদিনই প্রতিবেশীরা এসে এই বৃদ্ধার খোঁজ খবর নেন। বর্তমানে তিনি উপজেলার কালিয়াপাড়াস্থ সেজো মেয়ের বাড়িতে জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছেন।
চাঁদপুর নিউজ সংবাদ