ফাহিম শাহরিন কৌশিক খান।
চাঁদপুর শহরের নতুন বাজার হরদয়াল রোডের উকিল পাড়ায় আল আমিন ছাত্রী শাখার ভবন নির্মানের চিডু পাইলিং স্থাপন করায় নোংরা পানি বসত বাড়িতে প্রবেশ করায় দুর্ভোগ পোহাচ্ছে ক্ষতিগ্রস্তরা। অন্যের সম্পত্তি জোর পূর্বক দখল করে শিক্ষা প্রতিষ্ঠান নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে গিয়ে গতকাল বুধবার বিকেলে গিয়ে দেখা যায়, নতুনবাজার আহমেদীয়া সিনিয়র ফাজিল মাদ্রার শিক্ষক ও নতুন বাজার আহমেদীয়া মাদ্রসার মসজিদের ইমাম মৃত ক্বারী জামাল উদ্দিন তালুকদার ১৯৯৪ সালে উকিল পাড়ায় হরদয়াল রোডে নুর মোহাম্মদ গাজীর কাছ থেকে সম্পত্তি ক্রয় করে বসবাস করে আসছিল। আল আমিন স্কুলের ছাত্রী শাখা স্থাপন করার সময় কর্তৃপক্ষরা জোরপূর্বক ক্বারী জামাল উদ্দিন তালুকদারের কিছু সম্পত্তি দখল করে শিক্ষা প্রতিষ্ঠান নির্মান করে। দীর্ঘদিন যাবত আল আমিন স্কুলের কর্তৃপক্ষের সাথে মালিক বিরোধ চলে আসছিল। আল আমিন স্কুলের ৫তলা বিশিষ্ট ভবন তৈরীর কাজ করার জন্য প্রাথমিক অবস্থায় চিডু পাইলিংয়ের কাজ শুরু করে। তারা ক্বারী জামাল উদ্দিনের পরিবারের সাথে ঈশ্বানিত হয়ে চিডু পাইলিংয়ের নোংরা পানি তার বসত বাড়ির পিছনের দরজায় পাইপ দিয়ে ফেলতে থাকে। এসময় ক্ষতিগ্রস্থ পরিবারটি তাদের বারণ করলেও তারা না শুনে জোর করে নোংরা পানি ফেলতে থাকে। তখন মৃত ক্বারী জামাল উদ্দিনের বসত বাড়িতে নোংরা পানি ডুকে মূল্যবান জিনিসপত্রসহ ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্থ পরিবাররা জানায়, আল আমিন স্কুলের কর্তৃপক্ষ বসত ভিটা থেকে উচ্ছেদ করার জন্য বিদ্যুতের চালে লাগিয়ে দেয়। ঘটনাটি দেখতে পেয়ে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া অল্পের জন্য রক্ষা পায় ভাড়াটিয়া ও মালিক পরিবারটি।এছাড়াও স্কুলের প্রধান ফটকটির অংশ বিশেষ ক্ষতিগ্রস্থ পরিবারের বসতবাড়ি ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এভাবেই তারা একের পর এক বিভিন্নভাবে ওই পরিবারটির ক্ষতির চেষ্টায় লিপ্ত রয়েছে। এঘটনায় স্কুল কর্তৃপক্ষকে জানানোর পরও তারা সুরহা না করে তাদের লালিত কিছু দালাল চক্রকে ঘটনাস্থলে পাঠিয়ে হুমকি-দুমকি দিয়ে কাজ করতে থাকে। এব্যাপারে স্কুল কর্তৃপক্ষকে সাথে যোগাযোগ করতে চাইলে তারা উত্তর না দিয়ে চলে যায়। এঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারটি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচেছ বলে জানা যায়।