মিজান লিটন
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩য় দফা ডাকা ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন চাঁদপুরে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। অবরোধের আগের দিন থেকে শুরু করে গতকাল সন্ধ্যা পর্যন্ত জেলা ও উপজেলায় বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
ঘোষিত তফসিল বাতিল, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট এ কর্মসূচি ঘোষণা দেয়। গতকাল সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচি চলবে আগামী মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত। গত বৃহস্পতিবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহম্মদ অজ্ঞাত স্থান থেকে পাঠানো ভিডিও বার্তায় নতুন অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।
চাঁদপুর শহরে ভারী যানবাহন ও যাত্রীবাহী বাস চলাচল করতে না দেখা গেলেও অটোরিক্সা, রিক্সা চলাচল ছিল স্বাভাবিক। বিভিন্ন মার্কেটে দোকানপাট খোলা রাখেন ব্যবসায়ীরা। নৌ রুটে লঞ্চ চলাচল ও রেলপথে ট্রেন চলাচল করেছে। সন্ধ্যার পর শহরের সবক�টি মার্কেটের দোকানপাট ছিলো খোলা।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ২য় দফা অবরোধের কর্মসূচি চলাকালে পুলিশের গুলিতে নিহত হওয়ার পর থেকেই চাঁদপুর শহরের পরিবেশ অনেকটা শীতল হয়ে যায়। মিছিলের সময় এখন আর পুলিশের বাধা নেই। জেলা ডিবি পুলিশের একটি দল অবরোধের বেশির ভাগ সময়ই একটি মাইক্রো গাড়ি নিয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকায় নেতা-কর্মীদের সাথে আড্ডা দিতে দেখা গেছে। শহরে পুলিশের মোবাইল টিমের তৎপরতা ছিলো অনেক কম। অবরোধের সাথে জড়িত ২ জনকে আটক করে পুলিশ।
গতকাল অবরোধের সমর্থনে সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে ১৮ দলীয় জোট নেতৃবৃন্দ শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেওয়ান সফিকুজ্জামান, আক্তার মাঝি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজী, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আরিফুল্লা, শহর যুবদলের আহ্বায়ক আঃ কাদির বেপারী, জেলা ছাত্রদল সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ বাহারসহ ১৮ দলীয় জোট নেতৃবৃন্দ।
বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন চাঁদপুর জেলার নেতৃবৃন্দ শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে। তারা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে অংশ নেন জেলা বিএনপির সহ-সভাপতি জসীম উদ্দিন খান বাবুল, কাজী গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ খান, যুগ্ম সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর খান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনায়েতউল্লা খোকনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অবরোধের সমর্থনে শহরের তালতলা এলাকা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন খান ও সদস্য সচিব হযরত আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেন শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেরাজ চোকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোকন মিজিসহ জেলা, উপজেলা ও শহর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
জেলা ছাত্রদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ বাহারের নেতৃত্বে অবরোধের সমর্থনে সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেন জেলা ছাত্রদল নেতা কামরুজ্জামান হাছানাত, মোজাম্মেল হক, আবু আহম্মেদ, জুলহাস জুয়েল, জাহাঙ্গীর প্রধান, কুদ্দুস মেহনতি, ঈমান হোসেন, রাজু মাঝি, টিপু সরকার, মেহেদী হাসান রনি, রাব্বি, বিল্লাল হোসেনসহ জেলা, উপজেলা ও শহর ছাত্রদলের নেতৃবৃন্দ।
জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশুর নেতৃত্বে অবরোধের সমর্থনে বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে জেলা ও শহর ছাত্রদলের নেতৃবৃন্দ অংশ নেন। সকাল সাড়ে ৮টায় মিশন রোড এলাকা থেকে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সফিউদ্দিন বাবলুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।